বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন ও তার স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন এবং সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে জানান, পাপনের বিরুদ্ধে প্রায় ২০ কোটি ৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ২০টি ব্যাংক অ্যাকাউন্টে ৭৪২ কোটি টাকার বেশি অর্থ লেনদেনের অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭(১) ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও (৩) ধারায় একটি মামলা হয়েছে।
পাপনের স্ত্রী রোকসানা হাসানের বিরুদ্ধেও প্রায় ১২ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ এবং ১১টি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ৪৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে আলাদা একটি মামলা করা হয়েছে। তার বিরুদ্ধেও একই ধারায় মামলা করা হয়েছে।
তৃতীয় অভিযুক্ত, ইসমাইল হায়দার মল্লিক—বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সাবেক নির্বাহী পরিচালক এবং বিসিবির সাবেক পরিচালক। তার বিরুদ্ধে প্রায় ৩ কোটি ৭০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ এবং ৮টি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ৩ কোটি ৩০ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে একই ধরনের মামলা হয়েছে।
এছাড়া, পাপনের সন্তান রুশমিলা রহমান (অহনা), রাফসান রহমান, রাকিন আল মাহমুদ এবং সুনেহরা রহমান (তন্নি) সহ পাঁচজনের নামে সম্পদের উৎস যাচাইয়ের জন্য দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারায় সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির সুপারিশ করেছে দুদক।