৮
জন্ম লিভারপুলে। বেড়ে ওঠেছেন এই শহরের আকাশে-বাতাসেই। ছোটবেলা থেকেই ছিলেন লিভারপুলের ডেরায়। যে কারণে ক্লাবটির সঙ্গে সখ্যতাও অনেক বেশি। তবে লিভারপুলের সঙ্গে সেই সখ্যতা ও সম্পর্ক আর থাকছে আলেক্সান্ডার ট্রেন্ট আরনল্ডের। ক্লাবটির সিনিয়র দলে প্রায় ১০ বছরের ক্যারিয়ার শেষ করে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন ২৬ বছর বয়সী এই ইংলিশ তারকা।
আজ সোমবার চলতি মৌসুম শেষে লিভারপুল ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন আরনল্ড নিজেই।
লিভারপুলের সঙ্গে এই মৌসুম শেষে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আলনল্ডের। তারকা মিডফিল্ডার ও রাইট ব্যাকের সঙ্গে নতুন চুক্তির বিষয়ে কোনো আলোচনা করেনি লিভারপুল। যদিও মোহাম্মদ সালাহ ও ভিরগিল ফন ডাইকের সঙ্গে নতুন চুক্তি করেছে ক্লাবটি। যে কারণে কেউ কেউ ধারণা করছেন, অভিমান করেই হয়তো ক্লাব ছেড়েছেন আরনল্ড।