সহজ জয়ে সিরিজ শুরু বাংলাদেশ ‘এ’ দলের

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ ‘এ’। আজ সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে কিউইদের ৭ উইকেটে হারিয়ে জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।

জয়ের ভিত্তি গড়ে দেন বাংলাদেশের বোলাররা। খালেদ আহমেদ, তানভীর ইসলাম, এবাদত হোসেন ও শরিফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে ১৪৭ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে এনামুল হক বিজয় ও মাহিদুল ইসলাম অংকের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৩৬ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় লাল-সবুজ।

প্রথমে ব্যাট করে মাত্র ১৩ রানে ৪ উইকেট হারিয়ে বড় ধাক্কা খায় কিউইরা। একপর্যায়ে স্কোরবোর্ডে ৮৫ রানেই ৯ উইকেট হারায় তারা। তবে শেষ উইকেটে ডিন ফক্সক্রফট একাই লড়াই করে ৬২ রানের জুটি গড়েন। তার ৬৪ বলে ৭২ রানের ইনিংসে ভর করেই ১৪৭ রানে পৌঁছায় নিউজিল্যান্ড। এবাদতের বলে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিয়ে তার ইনিংস শেষ হয়।

১৪৮ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশ শুরু করে আগ্রাসী ভঙ্গিতে। ওপেনার পারভেজ হোসেন ইমন ১২ বলে ২৪ রানের ঝড়ো ইনিংস খেললেও বেশিক্ষণ টিকতে পারেননি। মোহাম্মদ নাইম করেন ২০ রান। এরপর বিজয় ও অংকনের ৫৫ রানের জুটিতে ম্যাচ বাংলাদেশের নিয়ন্ত্রণে চলে যায়। বিজয় ৩৮ রান করে আউট হলেও অংকন ৬১ বলে ৪২ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন। অধিনায়ক সোহান ছিলেন অপরাজিত ২০ রানে।

বাংলাদেশের হয়ে তানভীর ও খালেদ নেন ৩টি করে উইকেট, শরিফুল ও এবাদত পান ২টি করে উইকেট। নিউজিল্যান্ডের পক্ষে ২ উইকেট নেন ক্রিশ্চিয়ান ক্লার্ক।

এই জয় দিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ।

You may also like