সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশিরের দাম্পত্য জীবন নিয়ে সম্প্রতি আবারও গুঞ্জন ছড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে। কিছু অনলাইন গণমাধ্যম যাচাই না করেই ‘বিচ্ছেদ’ সংক্রান্ত খবরও প্রকাশ করে। তবে বাস্তবে এসব গুজবের কোনো ভিত্তি নেই। বরং সুখেই সময় কাটাচ্ছেন এই দম্পতি।
বুধবার (৭ মে) বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে স্ত্রী শিশিরের সঙ্গে একটি রোমান্টিক ছবি পোস্ট করেন সাকিব। ক্যাপশনে কিছু না লিখলেও ছবিটি গুজবকে মিথ্যে প্রমাণ করতে যথেষ্ট ছিল। অনেকেই কমেন্টে শুভকামনা জানিয়েছেন, কেউ কেউ আবার ভিত্তিহীন গুজব ছড়ানো নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন।
তাদের ঘনিষ্ঠ সূত্রও নিশ্চিত করেছে, সাকিব-শিশিরের সম্পর্ক স্বাভাবিক ও সুস্থ। এমনকি পারিবারিকভাবেও জানানো হয়েছে কোনো সমস্যা নেই এই দম্পতির মাঝে। এর আগেও এমন গুঞ্জন উঠেছিল যখন শিশির ফেসবুক থেকে সাকিবের কিছু ছবি সরিয়ে ফেলেন। তবে পরে ২০২৩ সালের ১৫ আগস্ট শিশির একটি দীর্ঘ পোস্ট দিয়ে জানান তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই।
দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা সাকিব বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। রাজনীতি ও গণআন্দোলনের উত্তাল সময়ের পর দেশ থেকে দূরে থাকলেও পরিবার নিয়ে বেশ নির্ভার সময় কাটাচ্ছেন তিনি। মাঠে ফেরা নিয়ে এখনও অনিশ্চয়তা থাকলেও ব্যক্তিজীবনে তিনি রয়েছেন শান্ত-সুখী পরিবেশে।
ইউএ / টিডিএস