ভারতের সামরিক অভিযানে পাকিস্তানের বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনায় প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর ও আকাশ চোপড়া। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অবস্থান জানিয়ে ভারতীয় বাহিনীকে ‘স্যালুট’ জানিয়েছেন তারা।
গতকাল মঙ্গলবার রাতের পর ভারতের সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’ নামের এক অভিযানে পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের অন্তত ৯টি স্থানে হামলা চালায়। গম্ভীর ও আকাশ চোপড়া এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট দিয়ে সেনাবাহিনীর প্রতি সমর্থন জানান এবং ‘জয় হিন্দ’ স্লোগান তোলেন। গম্ভীর তার পোস্টে ভারতীয় সেনাবাহিনীর প্রকাশিত একটি ছবিও শেয়ার করেন, যেখানে লেখা ছিল ‘অপারেশন সিঁদুর’।
তাদের সঙ্গে সুর মিলিয়েছেন আরও কয়েকজন ভারতীয় ক্রিকেটার। প্রাক্তন স্পিনার প্রাগইয়ান ওঝা ও কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড় বরুণ চক্রবর্তীরাও ওই একই ছবি শেয়ার করে ভারতীয় বাহিনীর পাশে থাকার বার্তা দেন।
ভারতের হামলায় পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের ৬টি এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানে, এতে নারী ও শিশুসহ আটজন বেসামরিক নাগরিক নিহত ও অন্তত ৩৫ জন আহত হন বলে দাবি করে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এই হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে অভিহিত করেন।
পাল্টা জবাবে মঙ্গলবার রাতেই পাকিস্তানও হামলা চালায়। দেশটির সেনাবাহিনীর দাবি, তারা ভারতের পাঁচটি জঙ্গি বিমান গুলি করে ভূপাতিত করেছে এবং কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তর ও তল্লাশি চৌকি ধ্বংস করেছে।
ভারতীয় সেনাবাহিনী জানায়, পাকিস্তানি গোলাবর্ষণে কাশ্মীরে তাদের তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
এর আগে, ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে একটি সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও পাকিস্তান তা অস্বীকার করে এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানায়। এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়, যার সর্বশেষ রূপ মঙ্গলবারের পাল্টাপাল্টি হামলা।