আমিরাত সহযোগিতায় স্পোর্টস হাব ৮ বিভাগে

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশে কেন্দ্রীয়ভাবে একটি আধুনিক স্পোর্টস ভিলেজ গড়ার পরিকল্পনা বহুদিনের। কিন্তু নানা সীমাবদ্ধতায় সেটি বাস্তবায়ন সম্ভব হয়নি। এবার সে পরিকল্পনায় নতুন গতি আনতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় দেশের আটটি বিভাগেই গড়ে তোলা হবে স্পোর্টস হাব।

তিনি বলেন, “শুরুতে একটি সেন্ট্রাল স্পোর্টস ভিলেজ করার চিন্তা ছিল। কিন্তু এখন আমরা ক্রীড়া বিকেন্দ্রীকরণের দিকে যাচ্ছি। তাই দেশের আট বিভাগে আলাদা স্পোর্টস হাব তৈরি করব। আর এই উদ্যোগে আরব আমিরাত পাশে থাকবে।”

এর আগে চীনের সঙ্গে কিছু প্রাথমিক আলোচনা হলেও শেষ পর্যন্ত আরব আমিরাতকে সহযোগী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। দেশটির সঙ্গে আলোচনা করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, যিনি সম্প্রতি আমিরাত সফরে গিয়েছিলেন।

স্পোর্টস হাব বাস্তবায়নে এখন নকশা ও বাজেট তৈরির কাজ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। উপদেষ্টা আশাবাদ জানিয়ে বলেন, “পরিকল্পনার সব দিক যাচাই করে আগামী অর্থবছরেই কাজ শুরু করতে চাই।”

এছাড়া, দেশে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরিতে বিকেএসপি এখন আর এককভাবে কাঙ্ক্ষিত ফল দিতে পারছে না। তাই নতুন একটি স্পোর্টস ইনস্টিটিউট গড়ার পরিকল্পনাও চলছে। এ নিয়ে একটি কমিটি কাজ করেছে এবং প্রস্তাবনা দিয়েছে। এটি স্পোর্টস হাব প্রকল্পের অংশ হবে নাকি আলাদা, তা এখনও নির্ধারণ হয়নি।

ঢাকার জাতীয় স্টেডিয়াম এলাকার বেশিরভাগ ক্রীড়া ফেডারেশনের নিজস্ব অফিস কিংবা খেলার নির্দিষ্ট ভেন্যু নেই। এই সমস্যা সমাধানে গুলশানে জাতীয় ক্রীড়া পরিষদের জমিতে ইনডোর স্পোর্টস ফেডারেশনগুলোর জন্য অফিস এবং খেলা আয়োজনের সুবিধা তৈরির পরিকল্পনার কথাও জানান উপদেষ্টা।

ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য বিভিন্ন ফেডারেশন ও স্থানীয় পর্যায়ে অ্যাডহক কমিটি করছে জাতীয় ক্রীড়া পরিষদ। আরচ্যারি ফেডারেশনের কমিটি ঘোষণার পর সার্চ কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমান রানা পদত্যাগের হুমকি দেন। এরপরই আবার কমিটি বদল হয়। সার্চ কমিটির সঙ্গে এনএসসি-মন্ত্রণালয়ের দূরত্ব এবং আরচ্যারি ফেডারেশনের কমিটি বদল নিয়ে উপদেষ্টা বলেন, ‘এটা একটু সমন্বয়হীনতা রয়েছে। আমাদের একটা পলিসি সিদ্ধান্ত ছিল কেউ সর্বোচ্চ পদে দুই বারের বেশি নয়। এই আলোকে কমিটিতে পরিবর্তন হয়েছে। আমরা সমন্বয় করছি সার্চ কমিটির সঙ্গে। সার্চ কমিটির যে কার্যপরিধি তারা মন্ত্রণালয়কে কমিটিকে প্রস্তাবনা করবে। এটা প্রস্তাবনা চূড়ান্ত নয়, মন্ত্রণালয় চূড়ান্ত করবে। এখানে অনেক বিষয় দেখতে হয়। অনেকের রাজনৈতি পরিচয় কেউ পূর্ববর্তী ফ্যাসিবাদের সঙ্গে জড়িত কিনা এগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করা হয়।’

বাংলাদেশের অলিম্পিক খ্যাত বাংলাদেশ গেমস এই বছর আয়োজনের পরিকল্পনা রয়েছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের। বাংলাদেশ গেমস নিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘এই বিষয়ে আমরা কথা বলছি।’

You may also like