২০২৬ সালে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর দুই বছর আগে, ২০২৪ সালে প্রায় সেমিফাইনালে পৌঁছে গিয়েও শেষ মুহূর্তে বাদ পড়ে বাংলাদেশ। সেই ব্যর্থতা পেছনে ফেলে এবার আগেভাগেই প্রস্তুতি শুরু করেছে দল। পাকিস্তানের বিপক্ষে নির্ধারিত ওয়ানডে সিরিজকে রূপ দেওয়া হয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটে, সঙ্গে যুক্ত হয়েছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও আরেকটি সিরিজ।
এই দুই সিরিজ দিয়েই বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন দাস। তাকে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দিয়েছে বিসিবি। সহ-অধিনায়কের দায়িত্বে আছেন শেখ মেহেদী হাসান, যদিও আপাতত কেবল এই দুই সিরিজের জন্যই তাঁকে সহকারী হিসেবে দেখা যাবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।
জাতীয় দলে প্রথমবার সহ-অধিনায়কের দায়িত্ব পেয়ে শেখ মেহেদী বলেছেন, “আলহামদুলিল্লাহ, নরমালভাবেই নিয়েছি বিষয়টা। আসলে আগে জানতাম না, কিছুক্ষণ আগেই জানলাম। চেষ্টা থাকবে ভালো কিছু করার। পরিবার থেকেও এখনো কেউ জানে না।”
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। সেই আসর সামনে রেখেই দীর্ঘমেয়াদি পরিকল্পনায় লিটনকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। তার ভাষায়, “এবার দীর্ঘমেয়াদি চিন্তা করেই অধিনায়কত্ব দেওয়া হয়েছে। ২০২৬ সালের মার্চে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখেই লিটন কুমার দাসকে অধিনায়ক করা হয়েছে।”
বাংলাদেশ দলের স্কোয়াড:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান (সহ-অধিনায়ক), তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, শরিফুল ইসলাম।