ভারতে অনূর্ধ্ব-১৯ দলের ঘিরে নিরাপত্তা উদ্বেগ

by Sports Desk

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ভারতে অবস্থানরত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), যারা দলের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

আগামী ৯ থেকে ১৮ মে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টে অংশ নিতে ৬ মে বাংলাদেশ দল রওনা দিয়ে সেদিনই ভারত পৌঁছে। কিন্তু এর কিছু সময়ের মধ্যেই ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে পৌঁছায়—বুধবার ভোরে পাকিস্তানের অন্তত নয়টি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত, যার জবাবে পাকিস্তানও পাল্টা আক্রমণ করে।

Advertisements

উত্তেজনার জেরে সীমান্ত এলাকায় গোলাগুলি এবং সাধারণ মানুষের প্রাণহানির খবরও সামনে এসেছে। পাকিস্তান দাবি করেছে, তাদের পাল্টা হামলায় ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। জম্মু ও কাশ্মীর অঞ্চলে গোলাগুলিতে প্রাণ হারিয়েছেন ১০ জন বেসামরিক নাগরিক।

এই উত্তপ্ত পরিস্থিতিতে ভারতের বিভিন্ন বিমানবন্দরেও সতর্কতা আরোপ করা হয়েছে এবং কিছু ক্ষেত্রে বিমান চলাচলে বিঘ্ন ঘটছে। যদিও সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ এখনো পূর্বঘোষিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হচ্ছে এবং আয়োজকপক্ষ থেকে টুর্নামেন্ট নিয়ে কোনো পরিবর্তনের ঘোষণা আসেনি।

বাংলাদেশের প্রথম ম্যাচ ৯ মে মালদ্বীপের বিপক্ষে। ‘এ’ গ্রুপে তাদের অপর প্রতিপক্ষ ভুটান ও মালদ্বীপ।

বাফুফের এক কর্মকর্তা জানান, “আমরা দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছি। সব ধরনের নিরাপত্তা বিষয় গুরুত্ব সহকারে দেখছি। এখন পর্যন্ত আমাদের দল সুরক্ষিত আছে।”

সামরিক উত্তেজনার মধ্যে ক্রীড়াঙ্গন কতটা প্রভাবিত হবে, সেটাই এখন দেখার বিষয়।

You may also like