বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে ভারতীয় ক্রিকেটার শিবালিক শর্মাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৫ মে) রাজস্থানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শিবালিক ঘরোয়া ক্রিকেটে বারোদার হয়ে খেলেন।
যোধপুরের কুড়ী ভগতাসনী থানায় অভিযোগের ভিত্তিতে দীর্ঘ তদন্ত শেষে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালত তার জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
অভিযোগ অনুযায়ী ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বারোদায় এক নারীর সঙ্গে শিবালিকের পরিচয় হয় এবং পরে সম্পর্ক গড়ে ওঠে। উভয় পরিবারের জানার পরেও সম্পর্কটি এগোয়নি। অভিযোগকারী নারী জানান বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন শিবালিক। ২০২৪ সালের অগস্টে তিনি বারোদা গেলে জানতে পারেন শিবালিকের পরিবার অন্যত্র বিয়ের পাত্রী খুঁজছে। এরপরই তিনি পুলিশের দ্বারস্থ হন।
শিবালিক শর্মা প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮টি ম্যাচ খেলে ১০৮৭ রান করেছেন। এছাড়া খেলেছেন ১৩টি লিস্ট ‘এ’ ও ১৯টি টি-টোয়েন্টি ম্যাচ। বারোদার হয়ে তার সর্বশেষ ম্যাচ ছিল জম্মু-কাশ্মীরের বিপক্ষে।
ইউএ / টিডিএস