এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন বাংলাদেশের চার দাবাড়ু

আসন্ন এশিয়ান ইনডিভিজ্যুয়াল দাবা চ্যাম্পিয়নশিপে অংশ নিতে প্রস্তুত বাংলাদেশের চার দাবাড়ু।

বুধবার (৭ মে) থেকে সংযুক্ত আরব আমিরাতের আল আইন শহরে শুরু হতে যাওয়া এই আন্তর্জাতিক টুর্নামেন্টে ওপেন ও নারী বিভাগে অংশ নেবেন বাংলাদেশের প্রতিনিধিরা।

ওপেন বিভাগে বাংলাদেশের হয়ে খেলবেন আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া এবং ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজি। নারী বিভাগে একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নেবেন ফিদে মাস্টার নোশিন আঞ্জুম।

দুই বিভাগেই ৯ রাউন্ডের সুইস লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। ওপেন বিভাগ থেকে শীর্ষ ১২ জন ফিদে বিশ্বকাপে খেলার সুযোগ পাবেন আর নারী বিভাগ থেকে শীর্ষ ৩ জন খেলোয়াড় পা রাখবেন মহিলা বিশ্বকাপে।

চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন মোট ১৫৮ জন ওপেন দাবাড়ু যার মধ্যে ৫১ জন গ্র্যান্ডমাস্টার ও ৫৪ জন আন্তর্জাতিক মাস্টার রয়েছেন। নারী বিভাগে থাকবেন ১০৫ জন খেলোয়াড় যার মধ্যে ২ জন রাশিয়ান গ্র্যান্ডমাস্টার, ১৯ জন মহিলা গ্র্যান্ডমাস্টার, ১৩ জন আন্তর্জাতিক মাস্টার ও ২১ জন মহিলা আন্তর্জাতিক মাস্টার অংশ নেবেন।

ইউএ / টিডিএস

You may also like