বোলিং চলাকালীন হার্ট অ্যাটাকে মৃত্য‍ু ক্রিকেটারের

খেলার মাঠে আবারও ঘটল হৃদয়বিদারক এক দুর্ঘটনা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ঘরোয়া টুর্নামেন্ট চ্যালেঞ্জ কাপের একটি ম্যাচে বোলিং করার সময় হার্ট অ্যাটাক (কার্ডিয়াক অ্যারেস্ট) করে মারা গেছেন ২৪ বছর বয়সী পেসার আলিম খান।

সোমবার (৫ মে) ঘটনাটি ঘটেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ ও দ্য এক্সপ্রেস ট্রিবিউনের বরাতে জানা যায় ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলিম। সঙ্গে সঙ্গে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষরক্ষা হয়নি।

ম্যাচটির আম্পায়ার ইনামুল্লাহ খান জানান, “বোলিংয়ের সময় হঠাৎ করেই আলিম ভেঙে পড়েন। সঙ্গে সঙ্গে আমরা মেডিক্যাল টিম ডাকাই এবং দ্রুত হাসপাতালে পাঠানো হয়। কিন্তু দুঃখজনকভাবে সে আর ফিরে আসেনি।”

পিসিবির ঘরোয়া ক্রিকেটের পরিচালক আবদুল্লাহ খুররম নিয়াজি এক বিবৃতিতে বলেন, “আলিম খানের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। তারা এক কঠিন সময় পার করছে।”

পরিবার সূত্রে জানা গেছে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া আলিম খানের দাফন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

ইউএ / টিডিএস

You may also like