শামিকে হত্যার হুমকি, দাবি এক কোটি

ভারতের জাতীয় দলের অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি একটি ই-মেইলের মাধ্যমে প্রাণনাশের হুমকি পেয়েছেন। পুলিশ জানিয়েছে, শুধু হুমকিই নয়, ই-মেইলে শামির কাছে এক কোটি রুপি মুক্তিপণও দাবি করা হয়েছে।

শামির পরিবারের হাতে সম্প্রতি ই-মেইলটি পৌঁছানোর পর বিষয়টি গুরুত্বের সঙ্গে আমরোহা জেলার পুলিশ সুপারকে জানানো হয়। এরপর পুলিশ সুপারের নির্দেশে শামির ভাই হাসিব সোমবার আমরোহা জেলার সাইবার ক্রাইম থানায় একটি এফআইআর দায়ের করেন।

এফআইআরে হুমকিদাতার নাম উল্লেখ করা হয়েছে ‘রাজপুত সিন্দার’। ই-মেইলে তিনি শামিকে হুমকি দিয়ে বলেন, যদি এক কোটি রুপি না দেওয়া হয়, তাহলে তাকে প্রাণে মেরে ফেলা হবে।

ঘটনার ভিত্তিতে এফআইআরটি ভারতীয় দণ্ডবিধি ২০২৩-এর ধারা ৩০৮(৪) এবং তথ্যপ্রযুক্তি (সংশোধন) আইন, ২০০৮-এর ধারা ৬৬ডি ও ৬৬ই অনুযায়ী রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে এবং হুমকিদাতার পরিচয় শনাক্তে সাইবার বিশেষজ্ঞরা ইতিমধ্যে কাজ শুরু করেছেন।

You may also like